gosaba and amitOthers Politics 

সুন্দরবনের গোসাবায় নির্বাচনী জনসভায় দরাজ অমিত শাহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ক্ষমতায় এলেই সুন্দরবন জেলা হবে। গোসাবায় অমিত শাহ এমনটাই জানালেন। দরাজ প্রতিশ্রুতিও দিয়েছেন সুন্দরবনবাসীর জন্য। প্রথমদফার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসরে অমিত শাহ। গোসাবায় নির্বাচনী জনসভা থেকে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী । তাঁর মন্তব্য,”মনের দুঃখ নিয়ে বাংলায় এসেছি। বাংলার মনীষীরা নিজেদের জীবন সঁপেছেন ভারতের কথা ভেবে। সুভাষচন্দ্রের কথা কী ভাবে ভুলব। সেই রাজ্য আজ ভ্রষ্টাচারীদের আড্ডা হয়ে গিয়েছে”। তাঁর মুখে শোনা গেল,”প্রথমেই আনব শুদ্ধজল। দুই বছরে নলকূপের জল পাওয়া যাবে। গৎখালি থেকে চণ্ডীপুর গোসাবা, মুলাখালি থেকে কুমারমারী জোড়া হবে ব্রিজ করে। সুন্দরবনে অন্যায় করেছেন দিদি। আমরা সুন্দরবন ডেভলপমেন্ট বোর্ড গ়ড়ব”।

তিনি আরও জানিয়েছেন,আম্ফানে ১০ হাজার কোটি টাকা পাঠিয়েছিলেন মোদি। ভাতিজা কোম্পানি সেই টাকা আত্মসাৎ করেছে।প্রতিটি পয়সার হিসেব নেবে ভারতীয় জনতা পার্টি। আমফান, বুলবুল, আয়লা-সব বিষয়ে তদন্ত হবে সিট গঠন করে। অন্যদিকে ট্যুরিস্ট টানতে সুন্দরবনে বিশেষ ব্যবস্থাও নেওয়া হবে। সুন্দরবনের বিষয়ে অমিত শাহ আরও জানিয়েছেন,প্রতিটি মৎস্যজীবী ৬ হাজার টাকা পাবেন নিজের অ্যাকাউন্টে। বাঘ সংরক্ষণ প্রকল্পও তৈরি হবে।সুন্দরবন জেলা বানানোর প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি তৃণমূল। সুন্দরবন জেলা হবে বিজেপি ক্ষমতায় এলে। গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মেলা হবে বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারে এসে তাঁর আরও মন্তব্য, “সুন্দরবনে এইমস হবে। গরিবের পয়সা কাটমানির দল নিয়েছে, আমরা সেই পয়সা ফেরাবো। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে । সিএএ লাগু হবে। সব শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। নোবেলের মতোই একটি পুরস্কার দেওয়া হবে রবীন্দ্রনাথের সম্মানে। আবার সত্যজিত রায়ের সমর্থনে অস্কারের ধাঁচে একটি পুরস্কারও হবে। কেজি থেকে পিজি বিনামূ্ল্যে পড়ানো হবে। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ হবে চাকরিতে। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হবে একেবারে”। এরপরপশ্চিম মেদিনীপুরে যাবেন অমিত শাহ। আজ কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় পর্যন্ত তাঁর একটি সভা রয়েছে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment