sunil and strikerBreaking News Others Sports 

সর্বকালের সেরা স্ট্রাইকার সুনীল

যুব ভারতীতে দেশের হয়ে বিদায়ী ম্যাচ খেলছেন সুনীল ছেত্রী । ১৮ বছর বয়সে মোহনবাগান জার্সিতে অভিষেক ঘটেছিল। পরবর্তী সময়ে ভারতের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার হয়ে উঠেছেন।
ভারতের জার্সিতে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন সুনীল। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৮৭ ম্যাচে । ভারতের হয়ে সর্বাধিক ৪টি হ্যাটট্রিক করেছেন। ভারতীয় ফুটবলারদের মধ্যে আই লিগে সর্বাধিক ৯৩ গোল ও আইএসএলে সর্বাধিক ৬১ গোল করেছেন। আই লিগ ও আইএসএলে ভারতীয়দের মধ্যে ৫ বার করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুনীল। ২০০২ সালে কলকাতা ফুটবলে অভিষেক ঘটেছিল মোহনবাগানের জার্সিতে। ভারতীয় দলে অভিষেক ঘটেছিল ২০০৫সালে পাকিস্তানের বিরুদ্ধে। ২০০৮ সালে তাজিকিস্তানের বিরুদ্ধে এএফসি কাপের ফাইনালে প্রথম হ্যাটট্রিক করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মোট ৫০টি দেশের হয়ে খেলেছেন। তারমধ্যে ৩৩টি দেশের বিরুদ্ধে তাঁর গোল রয়েছে। মোহনবাগান ছাড়াও জেসিটি,ইস্টবেঙ্গল,ডেম্পো,ইউনাইটেড স্পোর্টস ও চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন। ২০১৩-১৪ সালের মরশুমে সুনীল খেলেছেন বেঙ্গালুরু এফসিতে। সুনীলের নেতৃত্বে বেঙ্গালুরু,আই লিগ, আইএসএল,ফেডারেশন কাপ ও ডুরান্ড কাপ জয়ী হয়েছে। আগামী ৬ জুন যুবভারতীতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলে সমাপ্তি ঘোষণা করবেন। সেই বিদায়ী ম্যাচের পর ২২ বছরের ফুটবল জার্নির ইতি ঘটবে। সুনীলের ফুটবল জীবনের এক গৌরবময় অধ্যায়ের যবনিকা

Related posts

Leave a Comment