সপ্তম আইএসএলে সুনীল ছেত্রীর প্রথম গোল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বেঙ্গালুরুর জয়ে নায়ক সুনীল ছেত্রী। সপ্তম আইএসএল-এ সুনীল ছেত্রীর প্রথম গোল। তাঁর গোলেই জয়ের সরণিতে ফিরল বেঙ্গালুরু এফসি। সূত্রের খবর, দক্ষিণের ডার্বিতে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ৫৬ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ভারত অধিনায়ক। উল্লেখ করা যায়, চেন্নাইকে হারিয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে এল বেঙ্গালুরু। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চেন্নাই।

