হাইকোর্টের শূন্যপদ নিয়ে উদ্বেগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাইকোর্টে শূন্যপদ। সূত্রের খবর, হাইকোর্টের শূন্যপদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত সূত্রে জানানো হয়েছে, হাইকোর্টগুলিতে ৪০ থেকে ৫০ শতাংশ বিচারপতির আসন শূন্য পড়ে রয়েছে। যার ফলে পরিস্থিতি জটিল হতে চলেছে। সুপ্রিমকোর্ট সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে কলোজিয়াম সর্বসম্মতিক্রমে তাদের সুপারিশ জানালে কেন্দ্রই বিচারপতি নিয়োগ করবে।

