Suprim Court-10Others 

সংরক্ষণ নিয়ে রাজ্যগুলির মতামত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ সংরক্ষণের বিষয়ে রাজ্যগুলির মতামত চেয়েছে সুপ্রিমকোর্ট। সূত্রের খবর, এই সীমা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখার জন্য রাজ্যগুলির মত নিতে চাইছে সর্বোচ্চ আদালত। উল্লেখ করা যায়, মহারাষ্ট্রে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মারাঠাদের জন্য সংরক্ষণ নিয়ে শুনানি ছিল ৫ সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে। এ বিষয়ে আরও জানা যায়, সেখানে মহারাষ্ট্র সরকার আর্জি জানিয়েছেন, সংরক্ষণের বিষয়ে রাজ্যগুলির মতামত জানা জরুরি। কারণ হিসেবে বলা হয়েছে, মারাঠা সংরক্ষণের বিষয়টির প্রভাব পড়বে অন্য রাজ্যগুলির ওবিসি সংরক্ষণের ওপর।

Related posts

Leave a Comment