নেপালে পার্লামেন্ট সংক্রান্ত মামলা সুপ্রিমকোর্টে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী নেপালে কোনও দল সরকার গড়তে না পারার জন্য পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলাও হয়েছে। সূত্রের খবর, সেই ৩০টি মামলার মধ্যে রয়েছে বিরোধী দলের আবেদনও। এক্ষেত্রে প্রতিটি আবেদনকেই সাংবিধানিক বেঞ্চের সামনে শুনানির জন্য পাঠিয়েছে সুপ্রিমকোর্ট।

