Potato FastivalEntertainment Others 

প্রাচীন আলুর দমের মেলা ঘিরে জমজমাট ভিড়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০০ বছরেও অমলিন আলুর দম মেলা। গন্ধে মন মেতে উঠবে। ছোট-বড় বিভিন্ন আকারের আলুর দম তৈরি হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে কিংবা স্টোভে বসানো রয়েছে রান্নার কড়া। পাশে প্লাস্টিকের চাদরে রাখা সযত্নে কাটা আলু। প্রয়োজনীয় মশলা দিয়ে তৈরি আলুর দম দেখলেই মন ভরে উঠবে। নজরে পড়বে হাল্কা হলুদ, গাঢ় হলুদ ও টকটকে লাল রংয়ের আলুর দম। তবে কেনার আগেই চেখে নিতে পারবেন। এই অভিনব আয়োজন চলে রাজবলহাটে। মানুষের ভিড়ে জমজমাট থাকে রাজবলহাটের জান্দার।

স্থানীয় সূত্রের খবর, এই মেলা বহু প্রাচীন। বয়স প্রায় ২০০ বছর। স্থানীয়ভাবে অনেকেই বলে থাকেন, ৩০০ বছর অতিক্রম করেছে। দূর দূরান্তের মানুষ আসেন এই মেলায়। দামোদর নদের তীরে আয়োজিত এই মেলার জনপ্রিয়তা আজও অটুট। আলুর দম বিক্রেতাদের মধ্যে সুষ্ঠ প্রতিযোগিতাও। প্রতিবছর পৌষ সংক্রান্তির দিন এই মেলা বসে। প্রতি কেজির দাম ২০থেকে ৩০ টাকা।
নবাব আলিবর্দি খানের সময় থেকেই এই মেলার পথ চলা শুরু । আবার এই মেলা পরিচিত ছিল পিড় ঠাকুরের মেলা নামেও।
মেলার প্রধান আকর্ষণ আলুর দম হলেও মেলাকে ঘিরে রয়েছে রকমারি পসরা।

Related posts

Leave a Comment