স্বামীজির জন্মদিনের অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র’ করোনা আবহে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্থানীয় সূত্রের খবর, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জনসাধারণের প্রবেশের সুযোগ থাকছে না। তবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের জন্য। ভক্তিগীতি, ভজন, বিবেক-গীতি ও ধর্মসভা-সহ সব কিছু সরাসরি দেখা যাবে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের ইউটিউব চ্যানেলে।
এ বিষয়ে স্বামী জ্ঞানলোকানন্দ জানান, জাতীয় যুব দিবস ও স্বাধীনতার ৭৫-তম বর্ষ উপলক্ষ্যে আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠান চলবে। তা সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউব চ্যানেলে। জাতীয় যুব দিবস ও স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব পালন করবে রামকৃষ্ণ মঠ ও বাগবাজার মায়ের বাড়ি। এ প্রসঙ্গে অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ জানিয়েছেন, মা সারদা চ্যারিটেবল ডিসপেনসারি অ্যান্ড প্যাথলজিক্যাল সেন্টারের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে করোনা-বিধি মেনে স্বল্প সংখ্যক দর্শক নিয়ে করা হবে অনুষ্ঠান।

