Swasthya Bhawan-1Health Others 

স্বাস্থ্য ভবনে ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়িতে থাকা করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য ভবনে আইএমএ ও এপিআই-এর রাজ্য শাখার সদস্য-চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে তাঁরা তাঁদের নিজস্ব এলাকায় চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন। সূত্রের আরও খবর, কী-কী ওষুধ দেওয়া যাবে এবং কত ফি নেওয়া যাবে, প্রশিক্ষণে তা জানতে চান চিকিৎসকেরা। এক্ষেত্রে আরও জানা যায়, ফি ধার্য করার ভার রয়েছে স্থানীয় আইএমএ শাখার ওপর। সম্পূর্ণ বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য আবেদনও জানান আইএমএ এবং অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব ইন্ডিয়ার রাজ্য নেতারা। পাশাপাশি ওষুধ ব্যবহারের ক্ষেত্রে প্রোটোকল মেনে চলার বার্তাও দেওয়া হয়।

Related posts

Leave a Comment