hs student and subjectEducation Others 

উচ্চমাধ্যমিক: সিলেবাস থেকে কী কী বাদ পড়ল জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চমাধ্যমিকের বিষয়গুলির সিলেবাস থেকে কী কী বাদ পড়েছে তা দেখে নেওয়া যেতে পারে। সংসদ বিবৃতিতে জানানো হয়েছে, যেসব বিষয়ে লিখিত পরীক্ষায় ৬০ নম্বরেরও কম নম্বর থাকে সেগুলিতে কোনও রদবদল করা হয়নি ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন,২০২১সালের উচ্চমাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হয়েছে। তবে কোন কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত নোটিফিকেশন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে করবে। শিক্ষামন্ত্রীর ঘোষণার পরপরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিষয়ভিত্তিক সিলেবাস-এর বিস্তারিত নোটিফিকেশন করে।

ওই নোটিকেশনে জানা গিয়েছে,উচ্চমাধ্যমিকে পড়ানো মোট ৪০টি বিষয়ের সিলেবাস রদবদল হয়েছে ৷এক্ষেত্রে জানা গিয়েছে- বাংলা, ইংরেজি থেকে ফিজিক্স কেমিস্ট্রি, ফেঞ্চ থেকে পার্সি, সব বিষয়ে সিলেবাসেই কম বেশি বদল করেছে সংসদ ৷ বেশ কিছু বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি কাটছাঁট করা হয়েছে ৷ কেমিস্ট্রি বা রসায়নের সিলেবাসে সবথেকে বেশি বদল হয়েছে ৷
কোন কোন বিষয়ে কি কি অংশ রাখা হয়েছে ২০২১সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস এর জন্য তা জেনে নিন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিবৃতিতে জানানো হয়েছে, বাংলা প্রথম পত্র থেকে বাদ পড়েছে ‘কে বাঁচায়, কে বাঁচে’ ৷ ভাষা সাহিত্য থেকে ‘শব্দার্থ তত্ত্ব ৷ বাদ দেওয়া হয়েছে ‘আমার বাংলা’ ও কলের কলকাতা ৷ আবার বাদ পড়েছে বাংলা গানের ধারাও।
রাষ্ট্রবিজ্ঞানের থেকে বাদ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক নীতি ও রাষ্ট্রসঙ্ঘের বিষয়। পদার্থবিদ্যা থেকে বাদ দেওয়া হয়েছে অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রো ম্যাগনেটিভ ওয়েভ, অ্যাটম এবং নিউক্লিয়াস ও কমিউনিকেশন সিস্টেম।
অন্যদিকে সবথেকে বেশি বদল রসায়নে ৷ সলিড স্টেট থেকে সারফেস কেমিস্ট্রি, প্রায় ১২টি চ্যাপ্টার বাদ এবছরের সিলেবাস থেকে। মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশনে নেটওয়ার্কিং, ল্যান-ওয়্যান প্রোটোকল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এমএস অ্যাক্সেস-এর মতো বিষয়গুলি পরীক্ষায় থাকবে না ৷ উল্লেখ্য,করোনা আবহে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে স্কুল বন্ধ হয় । মূলত শহরাঞ্চলে অনলাইনে ক্লাস শুরু হলেও গ্রামীণ এলাকায় স্কুলগুলিতে অনলাইন ক্লাস নেওয়ার প্রক্রিয়া ব্যাহত হয়। উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এখনও পর্যন্ত ক্লাসরুমে কোনও ক্লাস হয়নি। উচ্চমাধ্যমিকের ৭০ শতাংশ বা ৬৫শতাংশ সিলেবাসের উপর যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সিলেবাসের ওই অংশটুকু শেষ করানো হবে কি করে,তা নিয়েও উদ্বেগ রয়েছে।

Related posts

Leave a Comment