পদ্মসম্মান প্রাপ্তি : কৃতী বাঙালি
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হল এ বছরের পদ্মসম্মান। একনজর সেই তালিকা প্রকাশ ৷ দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রয়াত চিকিৎসক প্রাণদায়ী ওরাল রিহাইড্রেশন সল্যুশন বা ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহলানবিশ। তিনি সম্মানিত মরণোত্তর পদ্মবিভূষণে ৷এই তালিকায় রয়েছেন আরও কৃতী বঙ্গসন্তান ৷ টোটো হরফ ও অক্ষর আবিষ্কারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এ বছর পদ্মশ্রী পুরস্কার পেলেন টোটো সাহিত্যিক ধনীরাম টোটো। বাংলার প্রবীণতম লোকশিল্পী মঙ্গলাকান্তি রায় সারিন্দা বাজিয়ে চেনা পাখির কলতানের বোল ফুটিয়ে তুলেছেন। পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান ৷
Read More