স্বপ্নের অভিষেকে আকাশ
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টের প্রথম দিনে প্রথম স্পেলেই তিন উইকেট। স্বপ্নের অভিষেক হল আকাশ দীপের। ক্রলি সহ বেন ডাকেট ও অলি পোপের উইকেট গেল আকাশ দীপের ঝুলিতে। অন্যদিকে ৮ মাস পর টেস্ট সেঞ্চুরি জো রুট। ১০৬ রানে নট আউট রয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর ৩১ তম সেঞ্চুরি হল।
Read More