সাধক বামাক্ষ্যাপার নামে ঘাট উৎসর্গ

তারাপীঠ মন্দিরের কুণ্ডে বামদেব ঘাটে প্রতিষ্ঠা হল সাধক বামদেবের মূর্তি। রাখী পূর্ণিমার পুণ্যতিথিতে তারাপীঠ মন্দির কমিটির প্রয়াসে এই ঘাটের প্রতিষ্ঠা করা হল। স্থানীয় সূত্রের খবর, এতদিন পর্যন্ত জীবিত কুণ্ডে দুটি ঘাট ছিল। একটি মা তারার ঘাট। অপরটি হল জয় দত্ত সওদাগরের ঘাট। সাধক বামাক্ষ্যাপার নামে এবার একটি ঘাট উৎসর্গ করা হল। ঘাটের পাশেই বসানো হয়েছে সাধক বামদেবের মূর্তি। ওই মূর্তিতে পুজো-পাঠ করে মা তারার সেবাইতরা তা প্রতিষ্ঠা করলেন। স্থানীয়ভাবে আরও জানা যায়, তারা মায়ের মানসপুত্র সাধক বামদেব মা তারার আরাধনা করার সময় এই জীবিত কুণ্ডের জল ব্যবহার করতেন।

Read More