বইয়ের ভবিষ্যৎ : নয়া প্রজন্ম
কলকাতা ও জেলা জুড়ে শীতের মরশুমে বইমেলা হয়ে গেল। এখনও জেলায় কোথাও কোথাও বইমেলা চলছে। বইমেলাতে বিক্রি-বাট্টা কেমন হলো সে সব বিষয়ে যাচ্ছি না। তবে পরিসংখ্যান বলছে,নতুন প্রজন্মের পাঠক সংখ্যা কমছে। অনেক পাঠকের রক্তে মিশে গিয়েছে বই পড়া ও বই কেনার বিষয়টি। সমস্ত ধরণের বইয়ের খোঁজ-খবর মেলে কলকাতা বইমেলায় তাই অনেকেই চলে আসেন এখানে। নানা দেশ-বিদেশের বইয়ের সম্ভার মেলে কলকাতা পুস্তক মেলায়। প্রকৃত বইপ্রেমীদের কাছে বইমেলা অন্য মাত্রা বয়ে আনে। বইমেলার সঙ্গে যুক্ত ব্যক্তি এবং পাঠকদের সঙ্গে কথা বলে যেটুকু জেনেছি,সময়ের সাথে সাথে বইয়ের পাঠক-পাঠিকাদেরও পরিবর্তন এসেছে। পরিকাঠামো যেমন বদলেছে…
Read More