অন্তবর্তী বাজেট : নারীশক্তি-রেলে সুরক্ষায় নজর
২০২৪ লোকসভা ভোটের আগে অন্তবর্তী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে আয়কর ব্যবস্থায় কোনও পরিবর্তন আনেনি সরকার। নির্মলার মুখে নারীশক্তি। পাশাপাশি পূর্বাঞ্চলের উন্নয়নে জোর। সবার জন্য বাড়ি-বিদ্যুৎ ও জল। আবার রেলে সুরক্ষায় নজর। বলা হয়েছে বাজেট গরিব মধ্যবিত্তের।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে জানিয়েছেন, ৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে নতুন কর ব্যবস্থায় কোনও কর নেওয়া হবে না। আয়কর জমা দেওয়ার পদ্ধতিও সরলীকরণ করা হয়েছে। গত বছরে এফডিআই ১০ গুণ বেড়েছে বলেও জানান তিনি। মেট্রো রেল সম্প্রসারণে সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছেন বাজেটে। আগামী ৫ বছরে করদাতাদের সাহায্য করাই আমাদের লক্ষ্য বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Read More