গল্পের শ্রোতারা আজ কোথায়?

বৈদ্যুতিক আলো তখন ছিল না। হ্যারিকেন,লম্ফের আলো তখন সম্বল। কেরোসিনের অভাব হলেই নিভে যেত সেই আলো। এরপর এল বৈদ্যুতিক আলো। আমরা আলোয় আলোকিত হয়ে উঠলাম। লোডশেডিং হলেই সব অন্ধকার। সন্ধ্যায় হঠাৎ নিভে যেত বৈদ্যুতিক সেই আলো। তখন পাড়া জুড়েই গভীর অন্ধকার। এখনকার মতো সেই পরিবেশ ছিল না। তখনকার জীবনটা ছিল একেবারে অন্যরকম। কারেন্ট চলে গেলেই বসতো আসর। পরিবারের সবাই চাটাই পেতে ছাদে বা উঠোনে জমায়েত করে বসতো সবাই।চারদিকে শুধুই নীরবতা। নিঝুম অন্ধকারে জোনাকির ঝিকিমিকি আলো জ্বলছে। খোলা আকাশে ভরা তারা। দূরে কুকুরের ডাক শোনা যেত। পাখি-পক্ষির কিচির-মিচির আওয়াজ। দাদু-ঠাকুমার কাছে…

Read More