“টাইটানিক” খ্যাত অভিনেতা ওয়ার্নারের প্রয়াণ
“টাইটানিক” খ্যাত অভিনেতা ডেভিড ওয়ার্নার (৮০) প্রয়াত হলেন। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। স্পাইসার লাভজয়ের চরিত্রে টাইটানিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৪১ সালে তাঁর জন্ম। বোডিং স্কুলে পড়াশুনো করার পর লন্ডনের রয়্যাল একাডেমী অফ ড্রামাটিক আর্টসে ভর্তি হয়েছিলেন।
Read More