oscar and elephant Breaking News Others 

তথ্যচিত্রে হস্তী সংরক্ষণের গুরুত্ব

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গুনীত মোঙ্গা এবং কার্তিকী গঞ্জালভেস ইতিহাস রচনা করলেন। প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগেদেশকে এনে দিলেন অস্কার শিরোপা। এই সাফল্যের পরই তামিলনাড়ুর মুদুমালাই থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে । হস্তিশাবক রঘু ও আম্মুকে দেখার প্রত্যাশা। “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” তথ্যচিত্রের বিশ্ব স্বীকৃতির জন্য এই দুই হস্তী শাবক এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। পর্যটকদের কাছেও আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশ ও দেশের বাইরে থেকেও পর্যটকদের ভিড় বাড়ছে। এই দুই হস্তী শাবকও অস্কার বিজয়ের নেপথ্যে রয়েছে।

Read More