বিপন্ন গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি দামোদরে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দামোদরে রণডিহার লগ গেটের কাছে দেখা গেল গাঙ্গেয় ডলফিনের। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই এই ডলফিনের খবর চাউর হয়ে যায় গ্রামে। এই প্রাণীটিকে দেখার জন্য নদীর ধারে ভিড় জমান গ্রামের প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনদপ্তরের কর্মীরাও। তাঁরা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। তবে এখনই ডলফিনটিকে নদী থেকে উদ্ধারের কোনও পরিকল্পনা নেই তাঁদের। রাজ্য বন বিভাগের দক্ষিণ-পূর্ব সার্কেলের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, আগে কখনও দামোদরে ডলফিন দেখার কথা শোনা যায়নি। মূলত হুগলি নদীতেই এদের দেখা যায়। যখন ডলফিনটি এখানে এসেছে, তখন বুঝতে হবে…
Read More