মাহেশের স্নানযাত্রায় এবার মোক্ষযোগ
হুগলির মাহেশের রথযাত্রায় এবার বিশেষ যোগ। ৪৭ বছর পর এ বছর মাহেশের জগন্নাথ মন্দিরে মোক্ষযোগে স্নানযাত্রা সম্পন্ন হবে। সেই বিশেষ যোগেই আগামী ২২ জুন প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হবে। এই বিশেষ যোগকে সামনে রেখে স্নানমঞ্চে বিশেষ আয়োজন রয়েছে। আয়োজক সূত্রের খবর,সকল ৬টা ২০ মিনিটে স্নানপর্ব শুরু হবে। ১৯৭৭ সালে এই বিশেষ যোগ পড়েছিল জগন্নাথদেবের স্নানযাত্রায়। এবার ২২ জুন সেই মোক্ষযোগ পড়ছে। স্নানযাত্রার ওই বিশেষ মুহূর্তের সূচনা করে থাকে একটি নীলকণ্ঠ পাখি। প্রাচীন আমল থেকে এই রীতি চলে আসছে।
Read More