ফের বিপর্যয়ের সম্ভাবনা : “সিত্রাং”-এর পর “মান্দোস”
“সিত্রাং”-এর পর আবার ঘূর্ণিঝড়। নাম “মান্দোস”। ফের প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা। উপকূলে তাণ্ডব সৃষ্টি করার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস ৷ আগামী মঙ্গল বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ৷
Read More