শহিদ সেনা জওয়ানদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
শহিদ সেনা জওয়ানদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গালোয়ানে নিহত রাজ্যের ২ সেনা জওয়ান।শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।পরিবার পিছু একজনের চাকরিও ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর। লাদাখের গালোয়ানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করে তাঁদের দুুই পরিবারের পাশে থাকার আশ্বাস মমতা বন্দ্যো পাধ্যায়ের।মুখ্যমন্ত্রী চিনা সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের স্মরণে ট্যুইট করেছেন। নিহতদের ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।সূত্রের খবর, বীরভূমের মহম্মদ বাজারের বেলগরিয়া গ্রামের সেনা রাজেশ ওঁরাও আর আলিপুরদুয়ারের শামুকতলা থানা এলাকার বিন্দি পারা গ্রামের বাসিন্দা সেনা জওয়ান বিপুল রায় সেনা সংঘর্ষে নিহত হন।
Read More