সেকালের ঐতিহ্য পাঠাগার
মোবাইলের রমরমা যুগে লাইব্রেরির গুরুত্ব কমেছে। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে
পঠন-পাঠনের বা জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার একমাত্র অবলম্বন ছিল পাঠাগার-লাইব্রেরি। গ্রামাঞ্চলে এক সময়ের গর্ব ছিল লাইব্রেরি। এখন যুগের পরিবর্তন হয়েছে। আধুনিক যুগে মোবাইল বা মুঠোফোনের বাড়বাড়ন্ত। সময়ের সাথে সাথেই আধুনিক ভাবনা। অনেক কিছু অচল করে সচল হল মোবাইল ফোন। বর্তমান সময়ে পড়ার চেয়ে দেখার প্রবণতা বেড়েছে। বই,সংবাদপত্র বা পত্র-পত্রিকা পড়ার মানুষ কমেছে।
