মা মহাশক্তি

মা জগৎ জননী। মায়ের দর্শনে ও পুজোয় সন্তানের মঙ্গল হয়। মা মমতার সাগর। মায়ের চরণতল আশ্রয়ের আলো। করুণা আর মহাশক্তির আধার। তোমায় শরণ করি। স্মরণে রাখি। সকল ক্লান্তি দূর হয়ে যায় মায়ের পুজোয়। মায়ের কৃপায় হৃদয়ে সাহস জোগায়। সত্য, প্রেম আর ধৈর্য তোমার জীবন রেখায়। তাই জগতের মানুষকে সেই পথে চলার শক্তি জুগিয়ে দাও তুমি। সেই ভক্তিতে ক্ষয় নেই। সেই বিশ্বাস কখনও হারিয়ে যায় না। আমরা প্রার্থনা করি যেন- অন্তরে তুমি স্থিরতা দাও। সংকল্প থেকে যেন কখনও সরে না আসি তোমার আশীর্বাদ দাও। জয় মা সারদা। জয় মা শক্তি। আমাদের…

Read More