রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র
বাংলার রঞ্জি জয়ের স্বপ্ন অধরা। রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র। ২০২৩ সালে রঞ্জি ট্রফির ফাইনালে ম্যাচ সেরা হলেন জয়দেব উনাদকাট। ৯ উইকেটে জয়ী হল সৌরাষ্ট্র। ইডেনে বিজয়ীদের উল্লাস আর অন্যদিকে বিজিতদের যন্ত্রণার ছবি দেখা গেল। ম্যাচের ফলাফল:বাংলা-১৭৪ ও ২৪১।
সৌরাষ্ট্র-৪০৪ ও ১৪-১।
