বাংলার ওষধি গাছ থানকুনি
থানকুনি পাতা। সবাই প্রায় এই গাছটিকে চেনেন। বাংলার ওষধি গাছ হিসেবে এটি পরিচিত। নানা রোগের প্রতিকার হিসেবে গাছটির ব্যবহার। একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অন্যদিকে হজমশক্তি বাড়াতে সহায়তা করে এই গাছ। এছাড়া নানা শারীরিক সম’স্যা সমাধানে এই গাছ বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন,থানকুনি হজমশক্তির জন্য উপকারী হতে পারে। পেঁপে ও কাঁচাকলার সঙ্গে থানকুনি পাতা মিশিয়ে রান্না করে খেলে হজমশক্তি বৃদ্ধি পায়। জ্বর নিরাময়েও সাহায্য করে থাকে থানকুনি। সকালে খালিপেটে থানকুনি পাতার রস খেলে জ্বর কমে যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়ে থাকে।কাশি সারানোর জন্যও…
Read More