Tea Garden-2Others 

রাজ্য বাজেটে চা শিল্পে স্বস্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কর ছাড়ের মেয়াদ বাড়ল এক বছর। কিছুটা স্বস্তি উত্তরবঙ্গের চা শিল্পে। করোনা আবহে বিপর্যস্ত হয়েছে এই শিল্প। মাঝে মধ্যেই আবহাওয়ার বদলে ও ঝড়-ঝাপটায় বারবার বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের চা শিল্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব। রফতানি বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চা শিল্পকে দেওয়া পুরনো ছাড়ের মেয়াদ বাজেটে আরও ১ বছর বাড়িয়েছে রাজ্য সরকার।

এই সংক্রান্ত আর্জি মঞ্জুর হওয়ায় কিছুটা স্বস্তি এসেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় স্ূত্রের খবর, গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা সেস মিলিয়ে প্রতি কেজি কাঁচা চা পাতায় ১২ পয়সা করে গুনতে হত বাগান মালিকদের। এছাড়াও মুনাফায় ৩০ শতাংশ থেকে ৬০ শতাংশ কৃষি আয়কর ধার্য হত। উল্লেখ করা যায়, গত ৩ বছর ধরে এই সমস্ত ক্ষেত্রেই ছাড় দিয়ে আসছে রাজ্য। এবার বাজেটে নতুন কোনও কর চাপেনি। আগামী অর্থবর্ষের জন্যও ওই সব কর ও সেস মকুবের কথা জানানো হয়েছে।

Related posts

Leave a Comment