শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতার আমেরিকান কনসুলেট এবার সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ শুরু করতে চলেছে। এ বিষয়ে আরও জানা যায়, দিল্লির একটি আন্তর্জাতিক ইংরেজি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ শুরু হবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, রাজ্যের ৯টি জেলার শিক্ষকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্যের শিক্ষা দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম প্রশিক্ষণ শিবির করতে চলেছে কনসুলেট।

