madhymik studentEducation Others 

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে সাময়িক ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কী হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ, তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মার্চ মাসেই মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল এবং এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক। করোনা আবহের জেরে ফের বন্ধ হল স্কুল ও কলেজ। তবে এখনও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল বা পিছিয়ে যাওয়া নিয়ে কোনও খবর নেই সরকারিভাবে।

অন্যদিকে স্কুল বন্ধ থাকলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে যাতে কোনও সমস্যা না আসে তা নিশ্চিত করতে চাইছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, স্কুল বন্ধ হয়ে যাওয়ায় টেলিভিশনের মাধ্যমে নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস শুরু করছে রাজ্য সরকার।

এক্ষেত্রে ক্লাসরুমে যে যে সিলেবাসগুলি শেষ করানো হয়নি সেই সিলেবাসগুলি টেলিভিশনে নেওয়া ক্লাসে শেষ করানো হবে। এছাড়া শিক্ষক-শিক্ষিকাদের সরাসরি ফোনের মাধ্যমে প্রশ্ন করতে পারবে পড়ুয়ারাও৷ আবার টেলিভিশনের পাশাপাশি রেডিও-তেও ক্লাস নেওয়ার পরিকল্পনা নিতে চলেছে শিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করোনা আবহের জেরে বাতিল করা হয়েছিল। তবে এবার সে রকম কোনও পরিকল্পনা আপাতত নেই রাজ্য সরকারের। এমনকী স্কুল খোলা নিয়ে কোনও তাড়াহুড়োতেও রাজি নয় রাজ্য প্রশাসন।

Related posts

Leave a Comment