কড়া নিয়ম মেনে দিল্লিতে দশম- দ্বাদশ শ্রেণির স্কুল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দশম-দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে। এই নিয়ে কড়া নিয়ম দিল্লিতে। তবে যে সব অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে চলেছেন তাঁদের জন্য কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সূত্রের খবর,দেশজুড়ে করোনার টিকাকরণের আবহে দিল্লিতে দশম ও দ্বাদশ শ্রেণির স্কুল খুলে যাচ্ছে। দিল্লিতে সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি স্কুলগুলি দীর্ঘ কয়েক মাস পরে খোলা হচ্ছে। উল্লেখ করা যায়, স্কুলগুলি খোলার আগে দিল্লি সরকার নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের আদেশ অনুযায়ী, দশম ও দ্বাদশ শ্রেণির জন্য প্রাকটিক্যাল, প্রোজেক্ট এবং প্রাক-বোর্ড ও বোর্ড পরীক্ষার জন্য স্কুলের প্রস্তুতির জন্য স্কুল খোলার নির্দেশ জারি করা হয়েছে। এই আবহে শিক্ষার্থীদের স্কুলের নতুন নিয়ম মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী জানানো হয়েছে, শিক্ষার্থীদের হাতে হাত মেলাতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে আরও জানা যায়, দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতির পরে স্কুলে যেতে দেওয়া হবে। জানা গিয়েছে,স্কুলে আসা পড়ুয়াদের বাবা-মায়ের লিখিত অনুমতি আনা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের পিতা-মাতার সম্মতিপত্র ছাড়া স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না।
এক্ষেত্রে আরও জানা যায়, কন্টাইনমেন্ট জোনের বাইরের স্কুলগুলিকে কেবল স্কুল পরিচালনার অনুমতি দেওয়া হবে। কনটেইনমেন্ট জোনে বসবাসকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্কুলে আসার ক্ষেত্রে বিধি-নিষেধ থাকবে।
দিল্লি রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকাতে আরও বলা হয়, স্কুলের প্রধান প্রবেশ ও প্রস্থান পথে যানজট এড়ানোর জন্য ব্যবস্থা সহ স্কুলের সময়সীমা কমপক্ষে ১৫ মিনিটের ব্যবধানে রাখতে হবে।
সূত্রের আরও খবর,স্কুলগুলিকে কেবল ক্লাস চালু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সমাবেশ, জমায়েত, বহিরাগত বা শারীরিক ক্রিয়াকলাপ অনুমোদিত নয়, এটা স্পষ্ট জানানো হয়েছে। স্কুলের বিভিন্ন রুমগুলিতে পৃথক পৃথক কক্ষের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সমস্ত স্কুলের সদস্যদের স্কুলপ্রাঙ্গনে উপযুক্ত মাস্ক পরতে হবে। এ বিষয়ে আরও জানা যায়, স্কুল পুনরায় চালু হওয়ার পরও অনলাইন ক্লাস চলতে থাকবে। অনলাইনে ক্লাস ঘরে বসে অংশ নিতে সক্ষম হবে পড়ুয়ারা।

