মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তি-প্রক্রিয়া শুরু ১ আগস্ট থেকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর এবার ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে ১ আগস্ট থেকে। সূত্রের খবর, ১০ আগস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি হওয়ার সুযোগ থাকছে পড়ুয়াদের কাছে। পাশাপাশি ১১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে অন্য স্কুলগুলিতে ভর্তির প্রক্রিয়া। সূত্রের আরও খবর, এবার পড়ুয়ারা নয়, নথি জমা দেবেন অভিভাবকরাই। ১-১০ আগস্ট পর্যন্ত নিজেদের স্কুলে ভর্তির প্রক্রিয়া চলছে।
পাশাপাশি অন্য স্কুলে ভর্তি হওয়া যাবে ১১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক অভিনন্দন বার্তা দিয়েছেন। অন্যদিকে এদিন টুইট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, সফলভাবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পড়ুয়াদের অভিনন্দন। আমাদের রাজ্যকে গর্বিত করার ক্ষমতা ও প্রতিভা তোমাদের আছে। তোমাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। তোমাদের পাশে থাকা ও পথ দেখানোর জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের অবদানের কথা বলতেই হবে।

