ভোটদানের ক্ষেত্রে নয়া বিধি-নিষেধ জারি করল নির্বাচন কমিশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাস অতিমারির সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সামাজিক দূরত্ববিধি, লকডাউন, মাস্কের ব্যবহার, বিভিন্ন বিধিনিষেধের ঘেরাটোপে স্বাভাবিক ছন্দ হারিয়েছে মানুষ। এসবের মধ্যেও ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে জনজীবন। সূত্রের খবর, এরমধ্যেই নির্বাচন কমিশনের জারি করল সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন বিষয়ের একাধিক নতুন নিয়মাবলী।
এক্ষেত্রে কমিশন জানিয়েছে, প্রার্থী নিজের জামানতের টাকা অনলাইনে জমা করতে পারবেন। প্রচারের ক্ষেত্রে প্রার্থী সহ সর্বাধিক ৫ জন মানুষ বাড়ি বাড়ি গিয়ে প্রচারের কাজ করতে পারবেন। জনসমাগম এবং রোড শো-র ক্ষেত্রে অনুমতি নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক ও সংশ্লিষ্ট রাজ্যের কাছ থেকে। এক্ষেত্রে কর্তৃপক্ষ অনুমতি দিলেই জনসভা ও রোড শো করা সম্ভব হবে বলে কমিশন জানিয়েছে।
খবরটি পড়ে ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন। কমেন্টস সেকশনে গিয়ে আপনার মূল্যবান মতামত জানান।
পাশাপাশি প্রার্থীর মনোনয়ন দাখিলের ক্ষেত্রে যখন কোনও প্রার্থী জমা করবেন তখন প্রার্থীর সঙ্গে কেবলমাত্র ২ জন সহকর্মী সঙ্গে থাকতে পারবেন। এক্ষেত্রে ২টির বেশি গাড়িও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছে কমিশন। অন্যদিকে, ভোটদানের ক্ষেত্রে ভোটদাতাদের দেওয়া হবে গ্লাভস। ভোট দিতে গিয়ে রেজিস্ট্রারে সই করা ও ইভিএম বোতাম টেপার পূর্বেই ভোটদাতাদের এই গ্লাভস দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, নির্বাচন প্রক্রিয়ার সময় সতর্কতার জন্য স্যানেটাইজার, গ্লাভস, ফেস শিল্ড, মাস্ক, থার্মাল স্ক্যানার ইত্যাদি ব্যবহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে কমিশন জানিয়েছে, ভোটের শেষে কাউন্টিংয়ের সময় ৭ জনের বেশি থাকা যাবে না। একটি বিধানসভার ক্ষেত্রে কাউন্টিংয়ের জন্য ৩-৪টি হল ব্যবহার হতে পারে।
নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন: এখানে

