২০০০ এসিআই অফিসার নিচ্ছে ইন্টেলিজেন্স বিউরো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-টু/ এক্সিকিউটিভ পদে ২০০০ জনকে নিচ্ছে ইন্টেলিজেন্স বিউরো, গৃহ মন্ত্রক, ভারত সরকার। সরাসরি নিয়োগ হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ-সি (নন-গেজেটেড, নন-মিনিস্টেরিয়াল) পদে। দেশের যে কোনও অংশে কাজ করতে ইচ্ছুক ভারতীয় তরুণ-তরুণীরা নীচের মতো অন্যন্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ী পদে। স্থায়ীভাবে নিয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের তৎকালীন নিয়ম-নীতির উপর নির্ভর করছে। পদে নিযুক্ত হওয়ার আগে বাধ্যতামূলক ট্রেনিং হবে।
অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-টু/ এক্সিকিউটিভ: শূন্যপদ ২০০০ (অসংরক্ষিত ৯৮৯, তফশিলি জাতি ৩৬০, তফশিলি উপজাতি ১২১, ওবিসি ৪১৭, আর্থিকভাবে দুর্বল ১১৩)। সবীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট/ সমতুল ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকলে ভাল।
০৯-০১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ বছর। যথাক্রমে সাধারণ শ্রেণির ও তফশিলি বিধবা, ডিভোর্সি, আইনত পতিসঙ্গ বিচ্ছিন্নারা আবার বিয়ে না করে থাকলে, বয়সের উর্ধ্বসীমা ৩৫ এবং ৪০ বছর। এছাড়া প্রাক্তন সমরকর্মী এবং অন্যান্যরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মাইনে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা। সঙ্গে বিভিন্ন সরকারি ভাতা। এই পদটি প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত নয়।
প্রার্থিবাছাই হবে প্রথম ২টি ধাপে লিখিত পরীক্ষা এবং তৃতীয় ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার-সহ দেশের ৩০টি রাজ্যের একশোরও বেশি পরীক্ষা কেন্দ্রে। অনলাইন টিয়ার-ওয়ান পরীক্ষার জন্য প্রার্থীকে তাঁর পছন্দের ৩টি পরীক্ষাকেন্দ্রের নাম দিতে হবে।
১০০ নম্বরের টিয়ার-ওয়ান পরীক্ষা হবে অনলাইনে। এতে থাকবে ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রতি প্রশ্নে ১ নম্বর। উত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। ৫০ নম্বরের টিয়ার-টু পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে। এসে ও ইংলিশ কমপ্রিহেনশনের জন্য ৩০ নম্বর এবং প্রেসি রাইটিং ২০ নম্বর। ইত্তরের জন্য সময় পাবেন ১ ঘণ্টা। এরপর তৃতীয় ধাপে হবে ১০০ নম্বরের ইন্টারভিউ। ইন্টারভিউয়ের সময় সাইকোমেট্রিক/ অ্যাপ্টিটিউড টেস্ট হবে। টিয়ার-ওয়ান এবং টিয়ার-টু -এর ফলাফলের ওপর ভিত্তি করে শূন্য পদের ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে জন্য বাছাই করা হবে। চূড়ান্ত বাছাই হবে ৩ ধাপের ফলাফলের ওপর ভিত্তি করে।
পরীক্ষার ফি এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ দিতে হবে যথাক্রমে ১০০ ও ৫০০ টাকা। তফশিলি, মহিলা এবং প্রাক্তন সমরকর্মীদের পরীক্ষার ফি (১০০ টাকা) দিতে হবেনা। তাঁরা দেবেন কেবল রিক্রুটমেন্ট প্রসেসিং ফি (৫০০ টাকা)।
দরখাস্ত রেজিস্ট্রেশন করবেন অনলাইনে www.mha.gov.in বা www.ncs.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৯ ডিসেম্বর, ২০২০ থেকে ৯ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে। ধাপে ধাপে দরখাস্ত করার পদ্ধতি-সহ সব বিষয়েই আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। অনলাইন দরখাস্ত পূরণের ক্ষেত্রে কোনও জিজ্ঞাস্য/ বোঝার থাকলে মেল করতে পারেন helpdesk.bharti@nic.in আইডিতে অথবা সোম থেকে শনিবার, সকাল ১০টা থেকে সন্ধে ৬টার মধ্যে ফোন করতে পারেন ০২২৬১০৮৭৫২৯ নম্বরে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগ ইন ||

