pm and announcesBreaking News Others 

ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষ পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনই এক জাতি ও এক রেশন কার্ড স্কিম বাস্তবায়ন করতে সক্ষম হবে। কোভিড আবহে লক্ষ লক্ষ মানুষের পরিষেবা সহজলভ্য করার জন্য সহায়তা করেছে ভারতের ডিজিটাল ইন্ডিয়া মিশন। ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষ পূর্তিতে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ বিষয়ে তাঁর মন্তব্য,কেন্দ্রীয় সরকারকে সরাসরি কোটি কোটি মানুষকে অর্থ পৌঁছে দিতে সহায়তা করেছে এই প্ৰকল্প। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন,”ইউপিআই ব্যবহার করে দেশের মানুষ প্রতিদিন প্রায় ৫ লক্ষ ডলার লেনদেন করেন। একটি দেশ, একটি রেশন কার্ড প্রকল্প যা এই ডিজিটাল মিশনের অধীনে সম্ভব হয়েছে, তা বিশেষ করে পরিযায়ী ও অভিবাসী শ্রমিকদের সাহায্য করেছে।”

উল্লেখ করা যায়, সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৩১ জুলাইয়ের মধ্যে “এক দেশ এক রেশন কার্ড”প্রকল্পটি বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে। আবার পরিযায়ী স্বার্থে শীর্ষ আদালত একাধিক নির্দেশনাও জারি করে। মহামারী পরিস্থিতি না কমা পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে বিনামূল্যে অভিবাসী শ্রমিকদের শুকনো রেশন বিতরণ করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতি রাজ্যে কমিউনিটি কিচেন চালু করে পরিযায়ী শ্রমিকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেও বলা হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রকে তা মেনে চলার পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট।

আজ ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ডিজিটাল ইন্ডিয়া মিশনটি কৃষকদের সরাসরি তাঁদের পণ্য বিক্রি করতে সাহায্য করেছিল। শুধু তাই নয়, কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে সরকারকে মঞ্জুরি দিয়েছে এই প্রকল্পই। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটি সাধারণ মানুষের স্বাধীন ও সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতেও সহায়তা করেছে। ” এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী।

Related posts

Leave a Comment