পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্বের প্রথম ক্লোন করে তৈরি করা স্তন্যপায়ী প্রাণী ডলি মারা যায়। নিউক্লিয়ার ট্রান্সফার প্রক্রিয়ায় ক্লোনিং-এর মাধ্যমে জন্ম হওয়া প্রথম স্তন্যপায়ী প্রাণী হল ডলি। এটি একটি স্ত্রী ভেড়া। দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিল। এরফলেই তার মৃত্যু হয়। বিবিসি ও সায়েন্টিফিক আমেরিকান এর মতে, ”ডলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেড়া”। যা এডিনবরার জাতীয় জাদুঘরে আজও সংরক্ষিত অবস্থায় রয়েছে।

