শীঘ্রই প্রাথমিক টেট -এর ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রাথমিক টেট -এর ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ। সূত্রের খবর, বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে টেট এর উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। মডেল উত্তরপত্র আপলোড প্রকাশ করার পাশাপাশি পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, উত্তর নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে সেক্ষেত্রে আগামী ৭ দিনের মধ্যে পর্ষদের অফিসে ড্রপবক্সে সেই সমস্ত অভিযোগ জমা দিতে হবে। উল্লেখ করা যায়,পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন,পুজোর আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করে দেওয়া হবে। ফল প্রকাশের পূর্বে মডেল উত্তরপত্র আপলোড করার বিষয়টিও জানিয়েছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট নেওয়া হয়। পরীক্ষায় বসেছিলেন প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী। পর্ষদ সূত্রের আরও খবর, ফল প্রকাশের যাবতীয় প্রক্রিয়ার তৎপরতা শুরু করেছে পর্ষদ। এক্ষেত্রে বলা হয়েছে,ফল প্রকাশ সংক্রান্ত যাবতীয় তথ্য পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হবে। উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুজোর আগেই ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

