কোভিড স্বাস্থ্য-বিধি মেনেই চলবে শিলিগুড়ির সাফারি পার্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রায় ২০০ দিন পর খুলে যাচ্ছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। করোনা আবহে বন্ধ থাকার জন্য ১ কোটি ৩০ টাকার মতো ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, কোভিড স্বাস্থ্য-বিধি মেনেই চলবে সাফারি পার্ক।জ্বর বা অন্য উপসর্গ দেখা দিলে প্রবেশ করতে দেওয়া হবে না।এক্ষেত্রে জানানো হয়েছে, প্রতিটি ট্রিপ শেষেই গাড়ি এবং টয়ট্রেন স্যানিটাইজ করা হবে।পর্যটকদেরও সচেতন হতে হবে।
পুজোয় আবার চেনা ছন্দে ফেরার সম্ভাবনা রয়েছে সাফারি পার্কের। অন্যদিকে পার্ক খোলায় খুশি স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য,উত্তরবঙ্গের প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য বহু পর্যটক শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় ভ্রমণে আসেন। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য পর্যটকরা আসতে পারছেন না উত্তরবঙ্গে।করোনা আবহ কিছুটা কাটতেই আবারও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বাড়ছে উত্তরবঙ্গের পরিস্থিতি।

