isro and c-49Breaking News Others 

সাফল্যের সঙ্গে মহাকাশ বিজয়ে ইসরোর মহাকাশযান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিনে ১০টি উপগ্রহ গেল মহাকাশ বিজয়ে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জন্যপূর্ব নির্ধারিত সূচির রদবদল হল। ইসরোর মুকুটে সাফল্যের পালক । রীতিমতো সাফল্যের সঙ্গে মহাকাশে পা়ড়ি দিয়েছে ইসরোর মহাকাশযান পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যল সি-৪৯। এক্ষেত্রে জানা যায়, সঙ্গে ছিল ইওএস ০১ এবং ৯ টি বিদেশি কৃত্রিম উপগ্রহ। সূত্রের আরওখবর, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে আজ দুপুর তিনটে দুই মিনিট নাগাদ এসএসএলউই-সি৪৯ উৎক্ষেপণ করার কথা ছিল। খারাপ আবহাওয়া থাকায় উৎক্ষেপণের সময় ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ইসরো সূত্রে জানা গিয়েছে,এর মধ্যে অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট ইওএস- ০১ অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা যুক্ত। জানা যায়,এর সাহায্যে নিখুঁত ভাবে বহু উঁচু থেকে ছবি ধরা সম্ভব। এই ছবি মূলত আবহাওয়ার খবর আরও ভালো করে দেওয়ার জন্যে ব্যবহৃত হবে । পাশাপাশি এই উপগ্রহের পাঠানো ইনপুট কাজে আসবে বনদফতর ও দুর্যোগ মোকাবিলা দফতরের। অন্যদিকে বাকি উপগ্রহগুলিও রয়েছে। তার মধ্যে রয়েছে লুক্সেমবার্গ, লিথুয়ানিয়া ফর টেকনোলজি ডেমনস্ট্রেশনের উপগ্রহ। এক্ষেত্রে আরও জানা গিয়েছে,এটি শ্রীহরিকোটা থেকে ৭৫ তম উপগ্রহ উৎক্ষেপণ। ইসরোর পক্ষ থেকে এই বছর মোট ১০টি উৎক্ষেপনের পরিকল্পনা থাকলেও করোনা আবহে তা স্থগিত রাখতে হয়।

Related posts

Leave a Comment