সামাজিক পেনশন প্রকল্পে নজর রাজ্যের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনে গরিব মানুষ আর্থিক সঙ্কটে।সূত্রের খবর, এমত অবস্থায় রাজ্য সরকার পেনশন প্রকল্পগুলি বেশি করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে।জানা যায়, অর্থসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ভিডিও কনফারেন্সে জেলাশাসকদেরও এই নির্দেশ দিয়েছেন। জেলাশাসকদের আরও জানানো হয়েছে, “জয় জহর”,জয় বাংলার” মতো প্রকল্পগুলি প্রবীণ অনগ্রসর মানুষদের চালু হয়েছে।পাশাপাশি আরও ৭ লক্ষ প্রবীণ মানুষকে এই প্রকল্পের অধীনে আনতে নাম নথিভুক্ত করা হয়েছে।আগামীতে ২৫লক্ষ মানুষ যাতে এই পরিষেবা পায় তার বন্দোবস্ত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

