court -doctorHealth Others 

সুপ্রিমকোর্ট রাজ্যে চিকিৎসকদের সংরক্ষণ বহাল রাখল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃশীর্ষ আদালত ডাক্তারিতে সংরক্ষণ বহাল রাখল।সূত্রের খবর, স্নাতকোত্তরে (এমডি -এম এস )ভর্তির ক্ষেত্রে ৩ বছর ধরে কর্মরত চিকিৎসকদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করে রাজ্য। এরপর ২০১৯ সালে ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কয়েকজন চিকিৎসক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। গত অক্টোবর মাসে ওই আসন সংরক্ষণ বাতিল করে কলকাতা হাইকোর্ট-এর ডিভিশন বেঞ্চ।সূত্রের আরও খবর, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ হাইকোর্টের নির্দেশকে ”সংবিধানসম্মত ”নয় বলে খারিজ করে।জানা যায়, হাইকোর্টের তৎকালীন বিচারপতির ডিভিশন বেঞ্চ সূত্রে জানানো হয়,এমডি,এমএস-এ আসন সংরক্ষণের এক্তিয়ার রাজ্যের নেই। ওই সময় যে সব কর্মরত চিকিৎসক এমডিএমএ -এ ভর্তি হয়েছিলেন তাঁদের ভর্তিও বাতিল করে দিয়েছিল হাইকোর্ট।
এরপর শীর্ষ আদালত সূত্রে জানানো হয়েছে, হাইকোর্টের ওই রায় সংবিধানসম্মত নয়। আসন সংরক্ষণ এর এক্তিয়ার বা অধিকার রাজ্যের রয়েছে। পাশাপাশি শীর্ষ আদালত সূত্রে জানানো হয়েছে, সব চাকরিরত চিকিৎসকের স্নাতকোত্তরে ভর্তি বহাল থাকবে।এক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ম মোতাবেক তাঁদের ৫ বছরের বন্ড জমা দিয়ে জানাতে হবে। পাশ করার পর গ্রামীণ এলাকায় চিকিৎসকরা চিকিৎসা পরিষেবাও দেবেন। কর্মরত চিকিৎসকদের পক্ষে আইনজীবীরা জানিয়েছেন, ৩ বছর ধরে কর্মরত ডাক্তারদের স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে ৪০শতাংশ আসন সংরক্ষণ থাকবে বলে ২০১৩ সালে রাজ্যে বিজ্ঞপ্তি জারি হয়।

Related posts

Leave a Comment