পুরীর শ্রী জগন্নাথদেবের মন্দিরে এখন জোর তৎপরতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে ভক্তদের ছাড়াই দ্বিতীয় বার অনুষ্ঠিত হতে চলেছে জগন্নাথ দেবের রথযাত্রা। গুপ্ত পুজো সমাপ্ত। আজ দর্শন পর্ব জগন্নাথ দেবের। রবিবার রাত থেকে কারফিউ পুরী মন্দির চত্বরে। শুক্রবার মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন পর্ব চলবে। কোভিড আবহে ভক্তদের অনুপস্থিতিতেই হবে এবার জগন্নাথ দেবের দর্শন পর্ব ।
সূত্রের খবর,প্রতি বছর এই দিন থেকেই পুরীতে রথযাত্রায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় শুরু হয়। এবার ভিন্ন চেহারা। শনিবার মহাপ্রভুর নব যৌবন দর্শন হবে । এছাড়া রবিবার আচার -রীতি মেনে মহাপ্রভুর উবা দর্শন হবে। পুরীর মন্দির চত্বরে এখন সেই প্রস্তুতি চলছে।
সূত্রের আরও খবর,সোমবার সকালে বাইরে আনা হবে মহাপ্রভুকে। বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথে অধিষ্ঠিত হবেন শ্রীজগন্নাথদেব। গজপতি মহারাজ রথের সামনে ঝাড়ু পর্বের পর বেলা১২টা নাগাদ টান পড়বে জগন্নাথদেবের রথের রশিতে। পুরীর মন্দির থেকে গুন্ডিচা দেবীর মন্দিরে মাসির বাড়ির উদ্দেশ্যে যাবেন মহাপ্রভু। কোভিড পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে এবারও বেশি রকম সতর্ক ওড়িশা প্রশাসন। ইতিমধ্যেই পুরীর মন্দিরের সেবায়েতদের কোভিড পরীক্ষা শুরু হয়েছে। রথযাত্রায় যুক্ত ব্যক্তিদের করোনার দ্বিতীয় টিকা দেওয়ার কাজও প্রায় শেষের মুখে।
এক্ষেত্রে আরও জানা যায়,১১ জুলাই রাত ৮টা থেকে কারফিউ জারি থাকবে পুরী শহরে। জগন্নাথ দেবের মন্দির চত্বরে জারি থাকবে ১৪৪ ধারাও। এবার রথযাত্রা দর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোভিড আবহে সবরকম সর্তকতা সহ রাজ্য সরকারের গাইডলাইন মেনে এবার রথযাত্রা পালিত হবে।

