VCBLOthers 

৩০ প্রবেশনারি অফিসার নিচ্ছে দ্য বিশাখাপত্তনম কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রবেশনারি অফিসার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পদে ৩০ জনকে নিচ্ছে দ্য বিশাখাপত্তনম কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। প্রথমে ২ বছরের প্রবেশন। প্রবেশন পেরিয়ডে কাজ করতে হবে ব্যাংকের বিভিন্ন শাখায়। প্রবেশনের সময় মাইনে থোক ২৫,০০০ টাকা। সফল প্রবেশন শেষে নিয়োগ হলে মাইনে ১৪,৯০০ – ৩৩,৩১০ টাকা। শুরুতে সব মিলিয়ে প্রায় ৩১,০০০ টাকা।

কাজ করতে হবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় অবস্থিত ব্যাংকের বিভিন্ন শাখায়। তবে দেশের অন্যান্য রাজ্যে ব্যাংকের শাখা ওপেন হলে সেখানেও কাজ করতে হবে।

প্রবেশনারি অফিসার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে ইংরেজি এবং তেলেগু ভাষা বলতে, লিখতে পড়তে জানা চাই। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। ৩১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ১-১১৯৯১ থেকে ৩১-১২-২০০০ তারিখের মধ্যে। বিশাখাপত্তনম কো-অপারেটিভ ব্যাংক এ কর্মরতরাও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট বা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন টেস্ট হবে ইংরেজিতে। দরখাস্তের ফি-সহ যাঁরা নির্দিষ্ট তারিখের ভিতরে দরখাস্ত জমা করেছেন তাদের সকলকেই অনলাইন টেস্টে ডাকা হবে। অনলাইন টেস্ট হবে ২০২১ -এর জানুয়ারি মাসে। পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ জানতে পারবেন কললেটারে। পরীক্ষা হবে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, হায়দরাবাদ এবং করনুলে।

১৫০ নম্বরের অনলাইন টেস্টে থাকবে ১৫০টি প্রশ্ন। বিষয়গুলি হল- জেনারেল ইংলিশ (৫০ নম্বর, ৫০ টি প্রশ্ন) (উত্তরের জন্য সময় ৫০ মিনিট), রিজনিং এবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউড এবং জেনারেল ব্যাঙ্কিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর) (সময় ৫০ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ নম্বর, ৫০টি প্রশ্ন) (সময় ৫০ মিনিট)। অনলাইন টেস্ট নেগেটিভ মার্কিং আছে। এরপর ২৫ নম্বরের ইন্টারভিউ। শূন্যপদের ৪ গুণ প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হবে।

দরখাস্তের ফি বাবদ (জিএসটি সহ) দিতে হবে ৯০০ টাকা।

দরখাস্ত করবেন অনলাইনে www.vcbl.in ওয়েবসাইটের “APPLY ONLINE” অপশনে গিয়ে, ৩০ নভেম্বরের মধ্যে। দরখাস্তের তিনটি ধাপ। প্রথম ধাপে রেজিস্ট্রেশন, তারপর ফি পেমেন্ট এবং শেষে প্রমাণপত্রের স্ক্যান আপলোড। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন দরখাস্ত করার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, কালো কালিতে করা সই এবং বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ স্ক্যান করে রাখবেন। এর সঙ্গে নির্ধারিত বয়ানে নিজের হাতে ইংরেজিতে লেখা একটি ডিক্লারেশন দিতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment