guinnes world recordOthers 

গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন বিশ্বের প্রবীণতম দম্পতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন বিশ্বের প্রবীণতম দম্পতি। এই মুকুট এখন তাঁদের দখলে রয়েছে। স্বামী- জুলিও সিজার মোরা তাপিয়ার বয়স-১১০ বছর। অন্যদিকে স্ত্রী- ওয়ালড্রামিনা ম্যাকলোভিয়া কুইনটেরস।তাঁর বয়স-১০৪ বছর।সূত্রের খবর, দুজনেরএকত্রে বয়স দাঁড়িয়েছে ২১৪ বছর। সূত্রের আরও খবর, বিশ্বের প্রবীণতম দম্পতির দাম্পত্যের বয়স ৭৯ বছর। জুলিও সিজার এবং ওয়ালড্রামিনার পরিচয় হয়েছিল ১৯৩৪ সালে। স্কুলে শিক্ষকতা করতেন ওয়ালড্রামিনা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে জুলিও সিজারের সঙ্গে তাঁর আলাপ হয়ে যায়। সেই থেকে সম্পর্ক গড়ে ওঠে।

ওয়ালড্রামিনার রূপেও মুগ্ধ হয়েছিলেন জুলিও।পাশাপাশি জুলিওর ব্যক্তিত্ব আকৃষ্ট করেছিল ওয়ালড্রামিনাকেও।এ বিষয়ে ওয়ালড্রামিনা জানিয়েছেন, জুলিও-র মনটা ছিল তারুণ্যে ভরপুর। মাঝেমধ্যেই কবিতা শোনা যেত তাঁর মুখে। সাহিত্যের প্রতি ভালবাসা এবং পড়াশোনার প্রতি টান তাঁদের অনেক কাছাকাছি এনে দিয়েছিল। প্রেমের ক্ষেত্রে একে অপরকে ছেড়ে থাকা সম্ভব নয়, তা তাঁরা বুঝেছেন। পরিবারের সম্মতি না থাকলেও জীবনসঙ্গী হিসেবে পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন জুলিও ও ওয়ালড্রামিনা। ১৯৪১ সালে তাঁরা লুকিয়ে বিয়ে করেছিলেন। দীর্ঘ পথ চলার ক্ষেত্রে তাঁদের জীবনেও ঝড়-ঝাপটা গিয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজও তাঁরা একসঙ্গে। বিশ্বাস অটুট রয়েছে একটাই মন্ত্রে- তা হল ভালবাসা। জুলিও সিজার এবং ওয়ালড্রামিনার পথ চলার মূল শক্তিএটিই।

Related posts

Leave a Comment