থোমাস কাপে সেরা ইন্দোনেশিয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেরা ইন্দোনেশিয়া। থোমাস কাপে ১৯ বছরের খরা কাটাল ইন্দোনেশিয়া। উল্লেখ করা যায়, গতবারের চ্যাম্পিয়ন চিনকে তারা ফাইনালে পরাজিত করল ৩-০ ফলাফলে। ব্যাডমিন্টনে পুরুষদের দলগত চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ইন্দোনেশিয়া ১৪ বারের সেরা। প্রায় দু-দশক পর শেষ পর্যন্ত আবার জয়ে ইন্দোনেশিয়া। রুপো জয়ী হল চিন। ব্রোঞ্জ পদক পেয়েছে জাপান ও আয়োজক ডেনমার্ক।

