দলীয় সংগঠন ঢেলে সাজানোর লক্ষ্যেই তৃণমূলের বৈঠক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:আগামিকাল আর ভার্চুয়াল নয়, মুখোমুখি বৈঠকে বসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠন ঢেলে সাজানোর লক্ষ্যেই ডাকা হয়েছে এই বৈঠক,এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। উল্লেখ করা যায়,পশ্চিমবঙ্গে তৃতীয়বার সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। নয়া সরকারের পরিকল্পনা কি হবে তা স্থির করতেই আগামিকাল সাংগঠনিক বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর এবার রাজ্যের একাধিক পুরসভার ভোট রয়েছে। উল্লেখ করা যায়,কলকাতা ও রাজ্যের ১১০টি পুরসভার মেয়াদ শেষ হয়েছে আগেই । করোনা সংক্রমণের আবহে আপাতত স্থগিত রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এছাড়া রয়েছে বেশ কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনও। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুরও রয়েছে। এই প্রেক্ষাপটে সংগঠন ঢেলে সাজানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। ওই বৈঠকে দলের সব সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রের খবর,দুটো ভাগে হবে ওই বৈঠক। প্রথমে দুপুর ২’টো নাগাদ দলের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে । এরপর সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন,বিধানসভা ভোটে ভালো ফল করলেও বেশ কিছু জেলায় খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস দল। এক্ষেত্রে কিছু জেলায় নতুন মুখদের দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। করোনা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় “যশ”-এর পর দলের সাংগঠনিক নেতৃত্বকে রাস্তায় নামার পরামর্শ দেওয়া হয়েছে। মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় কর্মীদের পথে নেমে কাজ করার নির্দেশও দেওয়া হবে বলে জানা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন,তৃণমূলের আসল লক্ষ্য হল-২০২৪ সালের লোকসভা নির্বাচন। আগাম প্রস্তুতির জন্য এখন থেকেই সংগঠন মজবুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

