ত্বকের অসুখের মোকাবিলা
শীতকাল আসছে। ত্বকের নানা সমস্যায় জেরবার হন মানুষ। ত্বকের বেশ কিছু অসুখ রয়েছে প্রাথমিকভাবে তা চুলকানি মনে হলেও পরবর্তী সময়ে তা আরও জটিলতা তৈরি করে। “সোরিয়াসিস”প্রথমে চুলকানি দিয়ে শুরু হয়। পরে এই অসুখ মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন,ত্বকের ছোট ছোট লাল ধরণের চুলকানি দিয়ে শুরু হয়। মাছের খোলসের মতো ছাল উঠতে থাকে। “সোরিয়াসিস” দীর্ঘস্থায়ী ত্বক সংক্রান্ত রোগ। এই রোগের সমস্যা খুব গরমে বা খুব ঠান্ডায় হতে পারে। সর্দি-কাশি হলে এই রোগ বাড়ে। জেনেটিক ফ্যাক্টর থাকলেও এই অসুখ বাড়তে পারে। সাধারণত শিশুদের, ১৫ থেকে ২০ বছর বয়সীদের এই রোগ হতে পারে। বেশি বয়সে এই রোগ হতে পারে। বয়সকালে এই রোগ হলে সারা জীবন ভুগতে হতে পারে।
“সোরিয়াসিস” রোগের উপসর্গ বিভিন্ন ধরণের হতে পারে। সাধারণ উপসর্গ বা লক্ষণগুলি হল-(১)চামড়া ওঠা (২)চুলকানি (৩)খসখসে ত্বক (৪) নখের পরিবর্তন (৫)হাড়ের সমস্যা প্রভৃতি। চিকিৎসা কীভাবে করবেন তা নিয়ে অনেকেই ভাবনায় পড়েন। বিশেষজ্ঞ চিকিৎসকরা এক্ষেত্রে জানিয়েছেন, “সোরিয়াসিস” দীর্ঘস্থায়ী রোগ হওয়ার কারণে পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করা সম্ভব। বেশ কিছু ভালো মলম ও ওষুধ রয়েছে। এছাড়া বিভিন্ন থেরাপি রয়েছে সেগুলির প্রয়োগ করলে অনেকটাই রোগ নিরাময় সম্ভব। মাথার ক্ষেত্রে ভালো মানের শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।

