রাজ্যে তৃতীয় দফার নির্বাচনী প্রচারে তৃণমূল-বিজেপি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নন্দীগ্রাম থেকে আজ সিঙ্গুরে তৃণমূল নেত্রী। অন্যদিকে রাজ্যে প্রচারে বিজেপির দুই হেভিওয়েট। রতনপুরে জনসভা মমতার। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগে তিনি সিঙ্গুরে। দ্বিতীয় দফায় চার জেলায় ৩০ টি আসনে ভোটগ্রহণ হবে। নন্দীগ্রামের হটসিটে মমতা-শুভেন্দুর ভোট-যুদ্ধ অন্যমাত্রা পেয়েছে। এই লড়াইয়ের দিকে তাকিয়ে আম-জনতা সহ রাজনৈতিক বিশ্লেষকরাও। ভবানীপুর থেকে নিজেকে সরিয়ে নন্দীগ্রামের প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, “নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক। নন্দীগ্রামকে তিনি ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন। তাই জমি আন্দোলনের এই মাটিতে পুরনো সতীর্থ শুভেন্দুকে হারাতে তাঁকে বেগ পেতে হবে না”। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিজেকে “নন্দীগ্রামের ভূমিপুত্র” বলে দাবি করেছেন। তৃণমূল নেত্রীকে ৫০ হাজার ভোটে পরাজিত করবেন বলে চ্যালেঞ্জও ছুঁড়েছেন। একুশে নির্বাচনের ভরকেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চা প্রচার অভিযান শেষ করেছে। নন্দীগ্রামে প্রচার শেষ করেই জমি আন্দোলনের আর এক কেন্দ্রে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়।
৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফার নির্বাচন হবে। নন্দীগ্রাম থেকে হুগলি ও হাওড়ার প্রচারে গেলেন মমতা। আজ তিনটি সভা করবেন তিনি। হুগলির গোঘাট বিধানসভায় কামারপুকুরে তাঁর প্রথম নির্বাচনী সভা হবে। সিঙ্গুরের রতনপুরে জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী। হুগলির প্রচার শেষ হলেই চলে যাবেন হাওড়ার পাঁচলায়।
পাশাপাশি মরিয়া বিজেপিও। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থাকছেন বাংলায়। বিজেপির আরও এক নেত্রী স্মৃতি ইরানিও নির্বাচনী প্রচারে থাকবেন। আজ হুগলির ধনিয়াখালিতে জনসভা করবেন জেপি নাড্ডা। এরপর পুরশুড়ায় রোড শো-তে অংশ নেবেন তিনি। তাঁর যাওয়ার কথা বেলুড় মঠ পরিদর্শনে। সাংগঠনিক সভায় যোগ দেবেন হাওড়ার শিবপুরে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও ৪টি সভা রয়েছে। হাওড়ার শ্যামপুকুরে প্রথম সভা। হাওড়ার বাগনানে সভা হবে । দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার ও হুগলির তারকেশ্বরের জনসভা রয়েছে স্মৃতি ইরানির। সব মিলিয়ে রাজনৈতিক পারদ চড়েছে।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

