তৃণমূলের সাংগঠনিক রদবদল-সর্বভারতীয় সম্পাদক অভিষেক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্ত উন্নততর তৃণমূলই লক্ষ্য তৃণমূল নেত্রীর। তৃণমূলের সাংগঠনিক রদবদল হল। যুব-মুখকেই প্রাধান্য দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃনমূলের সভাপতির পদ দেওয়া হল সায়নী ঘোষকে। বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ আসনে সায়নী পরাজিত হন। পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ সায়নীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।দলের সর্বভারতীয় সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় অন্তর্ভুক্ত হলেন সায়নী।
যুব-মুখকেই অগ্রাধিকার দিলেন দলনেত্রী। গুরুত্ব পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও রাজ চক্রবর্তীরাও। রাজ চক্রবর্তীকে তৃণমূলের কালচারাল প্রেসিডেন্ট মনোনীত করা হল। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইটিটিইউসি-র রাজ্য সভাপতির পদ পেয়েছেন। দলীয় সূত্রের খবর, সব মিলিয়ে ৯টি সাংগঠনিক রদবদল করা হয়েছে তৃণমূলে। নবীন-প্রবীণে ভারসাম্যও রাখা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন দলীয় নেতাদের। তাঁঁর স্পষ্ট বক্তব্য ছিল- “মানুষের পাশে থেকে কাজ করতে হবে”। কোনও মন্ত্রী লালবাতি গাড়ি ব্যবহার করতে পারবেন না বলেও জানান তিনি। দুর্যোগ মোকাবিলায় দলের নেতাদের রাস্তায় নেমে কাজ করারও নির্দেশ দিলেন। সোশ্যাল মিডিয়ায় যা খুশি লেখা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
মুকুল রায়ের ছেড়ে যাওয়া পদে অভিষিক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যুবনেতা থেকে সরাসরি দলের সর্বভারতীয় সম্পাদক হয়েছেন তিনি। সাংগঠনিক রদবদল ঘটালেন তৃণমূল নেত্রী। উল্লেখ করা যায়,বিধানসভা নির্বাচনের পর এই প্রথম দলের নেতা- মন্ত্রী- সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রের খবর,বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায় ও প্রশান্ত কিশোর প্রমুখেরা । অন্যদিকে মোট ৯ জেলায় সভাপতি পদে রদবদল হল। দলের রাজ্য সম্পাদক হয়েছেন কুনাল ঘোষ। সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। অল ইন্ডিয়া আইএনটিটিইউসি-র প্রেসিডেন্ট হলেন দোলা সেন। ক্ষেত মজুর সংগঠনের দায়িত্ব পেয়েছেন পূর্ণেন্দু বসু।
আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ছিল, দুর্নীতিতে জড়িয়ে পড়া চলবে না, কয়লা বালি পাচারে নাম জড়ানো চলবে না কোনও মতেই। সোশ্যাল মিডিয়ায় যা খুশি লেখা চলবে না বলেও জানিয়েছেন তিনি।

