ত্রিপুরা সরকারে ২,৫০০ মাল্টি টাস্কিং স্টাফ নিচ্ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাল্টি টাস্কিং স্টাফ, গ্রুপ-ডি পদে ২,৫০০ জনকে নিচ্ছে ত্রিপুরা সরকারের ডিরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যানপাওয়ার প্লানিংয়ে। নিয়োগ হবে নন-টেকনিক্যাল পদে। প্রার্থীবাছাই করবে ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। ত্রিপুরা ছাড়া পশ্চিমবঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারেন।
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা: মোট শূন্যপদ ২,৫০০টি। অসংরক্ষিতদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হতে হবে এবং তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চম শ্রেণি পাশ হলেই চলবে।
বয়স ও মাইনে: বয়স হতে হবে ১৮ থেকে ৪১ বছরের মধ্যে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়া কোভিড-১৯ অতিমারীর কারণে প্রত্যেক প্রার্থীরা ১ বছর বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৪,৮৪০ – ১৩,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ১,৪০০ টাকা।
প্রার্থীবাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট ৮৫ নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে ৫০ নম্বরের ইংলিশ ও জেনারেল স্টাডিজ বিষয়ে ডেস্ক্রিপটিভ প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। এছাড়া থাকবে ৩৫ নম্বরের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ের ডেস্ক্রিপটিভ প্রশ। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘণ্টা। এরপর হবে ১৫ নম্বরের ইন্টারভিউ। পরীক্ষা দিতে যাওয়ার সময় বৈধ অ্যাডমিট কার্ড সহ কোনও সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে যাবেন।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইনে https://employment.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদনের পূর্বে নিজের পাসপোর্ট মাপের ছবি স্ক্যান করে রাখবেন। পরে আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ (তফশিলিদের ক্ষেত্রে ১৫০) টাকা। জমা দেবেন অনলাইনে। শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অফিসিয়াল ওয়েবসাইট দেখতে ক্লিক করুন: এখানে

