ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র রক্ষায় বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ সই করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ওই দেশের শিক্ষা দফতরের উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরি ভার্চুয়াল এক বক্তৃতায় বাংলাদেশ সৃষ্টির পেছনে ত্রিপুরার মানুষের ভূমিকার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে তাঁর মন্তব্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বাঁধন মজবুত, বিশ্বের কোনও শক্তি একে ছিন্ন করতে পারবে না। আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে দুই দেশ হাত ধরে এগিয়ে চলেছে।
উল্লেখ করা যায়, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা উন্নত। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, শুধু আঞ্চলিক যোগাযোগ নয়, প্রাতিষ্ঠানিক যোগাযোগও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কাছে মউ সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের শিক্ষা দফতরের উপমন্ত্রী একথা জানান।

